Home / Slideshow / প্রথমবারের মতো মিসাইল উৎক্ষেপণ করলো বাংলাদেশ সেনাবাহিনী

প্রথমবারের মতো মিসাইল উৎক্ষেপণ করলো বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এফএম-৯০’ মিসাইল। আজ মঙ্গলবার দুপুরে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। এই মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখায় যুক্ত হয়েছে। কক্সবাজারের ইনানি বিচে আনুষ্ঠানিকভাবে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক। এছাড়া সেনাবাহিনীর আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, ‘এফএম-৯০’ মিসাইল সেনা সদর দফতর-৬ এর অ্যাডহক শোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের অধীনে গত বছরের শুরুতে প্রতিষ্ঠা করা হয়।

এই ‘এফএম-৯০’ মিসাইলের মাধ্যমে ১৫ কিলোমিটার দূরের যে কোনো শত্রু বিমান, হেলিকপ্টার বা এন্টিরেডিয়েশন মিসাইল ধ্বংস করা সক্ষম হবে।

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স মিসাইল ওয়েপন সিস্টেমে সংযোজিত এই মিসাইল বাংলাদেশের প্রতিরক্ষা খাতে অনেক বড় একটি পদক্ষেপ বলে জানায় আইএসপিআর। সংস্থাটির মতে, এটি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা পূর্বের চেয়ে অনেক গুণ বাড়িয়ে
দিয়েছে।

About Abul Fazal Azad

Check Also

213

‘এমপির শাস্তি চাইছি, মৃত্যু চাই নাই’

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় ব্যথিত হয়েছে শিশু …

199

২০ বছরেও পদ্মায় এত পানি দেখেননি এলাকাবাসী!

ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির ২০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৯৬ সালের এই দিনে ভারতের তৎকালীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *