Home / অন্যান্য / ৪ বার জবাই করার পরও মোরগটি মরছে না (ভিডিও)

৪ বার জবাই করার পরও মোরগটি মরছে না (ভিডিও)

চারবার জবাই করার পরও একটি মোরগ বেঁচে আছে। শুধু তাই নয়, দিব্যি দাঁড়িয়ে খাদ্য খাচ্ছে। খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার থেকে উৎসুক মানুষ মোরগটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার ইসমাইল হাজীর বাড়ির এ মোরগ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

এ সময় তারা মোবাইল ফোনে মোরগটির ছবি তুলছেন, ভিডিও করছেন। আবার কেউ কেউ তো মোরগের সঙ্গে সেলফিও তুলছেন।

বুধবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত মোরগটি জীবিত রয়েছে বলে জানিয়েছেন মালিক ছনোয়ারা বেগম (৪৯)।

তিনি জানান, ছয় মাস আগে তার স্বামী বালি প্রকাশ বাইল্যা মারা যান। স্বামীর আত্মার শান্তির জন্য তিনি মোরগটি ফাতেহা মান্নত করেন।

সে উদ্দেশে সোমবার সকাল ১১টায় হাটহাজারী বাজারস্থ ফকির মসজিদের মোয়াজ্জেম মনসুর প্রথমে মোরগটি জবাই করেন। কিন্তু পরক্ষণেই সেটি উঠে দৌঁড় দেয়।

ঠিকমতো হয়নি ভেবে ধরে আবার জবাই দিয়ে মনসুর চলে যান। কিন্তু এবারও মোরগটি উঠে দাঁড়ায়। এভাবে পরে আরও দু’বার মোরগটি জবাই করা হয়।

এতে মোরগটির খাদ্যনালী কেটে বের হয়ে গেছে। কিন্তু মোরগটি মারা যায়নি। দাঁড়িয়ে খাদ্য গ্রহণ করছে। কিন্তু খাদ্যনালী কেটে যাওয়ায় খাদ্য পাকস্থলিতে যেতে পারছে না।

About Abul Fazal Azad

Check Also

762

ভুলেও এই পাঁচ রাশির মেয়েদের ঘাঁটাবেন না

এমনিতেই মেয়েদের ঘাঁটানো কোনও কাজের কথা নয়। অতি সংবেদী নারীকুল সম্পর্কে বঙ্কিমচন্দ্র যতই ‘অর্ধেক বই …

426

সৌদি আরবের মেয়েরা কতটা রূপসী হয় এই ভিডিও না দেখলে বুঝবেন না… (ভিডিও সহ)

সৌদি আরবের মেয়েরা কতটা রূপসী হয় এই ভিডিও না দেখলে বুঝবেন না… (ভিডিও সহ) প্রেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *