Home / জানা অজানা / এটাই পৃথিবীর সবচেয়ে বড় হীরা!

এটাই পৃথিবীর সবচেয়ে বড় হীরা!

সুখী জীবন চাইলে এই ৩ রাশির নারীদেরই বিয়ে করুন সংসার সুখের হয় রমণীর গুণে

হীরার নাম ‘ফক্স ফায়ার’। আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় হীরা এখন এটিই! দাবি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচাইতে বড় আনকাট হীরা ‘ফক্স ফায়ার’। বিশ্ববিদ্যালয়ের ‘আফ্রো-আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচারাল জাদুঘরে’ সংরক্ষিত ফক্সফায়ারের ওজন ১৮৭ ক্যারট বা এক দশমিক তিন আউন্স।

গত বছর কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে এই হীরাটি পাওয়া যায়। বিশালায়তনের এই হীরা পাওয়ার আগে ওই এলাকায় কেবল ছোট হীরা পাওয়া যায় এমন ধারণা করা হতো।

হীরাটির আবিষ্কারের কাহিনীও বিস্ময়কর। খনিতে সাধারণত এই আকারের পাথর পাওয়ার পর সাধারণত তা খনি থেকে পাথর বা নুড়ি সরানোর যন্ত্রে ভেঙে যায়। কিন্তু এই হীরাটি নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল কেবল সময়মতো এক কর্মীর চোখে পড়ার কারণে। তিনি সময়মতো পাথর ভাঙার মেশিনটি বন্ধ করে দেওয়ার কারণে হীরাটি রক্ষা পেয়েছিল। এরপর হীরাটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত ছিল।

সর্বশেষ, গত জুনে দীপক শেঠ নামের এক বিনিয়োগকারী নিলামে এই হিরাটি কিনে নেন। এরপরই এই হীরা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বৃহস্পতিবার স্মিথসোনিয়ানস ন্যাশনাল মিউজিয়াম এই হীরা আরেকটি বিশ্বখ্যাত হীরা হোপ ডায়মণ্ডের সঙ্গে প্রদর্শিত হবে।

হীরাটির প্রদর্শনীর বিষয়ে আয়োজকরা বলেন, গত এক বছরেই উত্তর আমেরিকায় পাওয়া পৃথিবীর সবচাইতে বড় ‘আনকাট’ হীরা হিসেবে এর সুখ্যাতি ছড়িয়ে গেছে। এবার সেই হীরাটিই প্রথমবারের মতো মানুষের প্রদর্শনীর জন্য নিয়ে আসছি আমরা।

হাতে M চিহ্ন থাকলেই আপনি স্পেশাল!

About Abul Fazal Azad

Check Also

b16-24

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন ? জেনে নিন…

বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মানুষের অন্যতম পরিচয় তাঁর জাতীয় পরিচয়পত্র। যদিও নির্বাচন কমিশন (ইসি) এখনো …

b1-17

জেনে নিন স্ত্রী বয়সে বড় হলে যেসব সমস্যা হয় ও তার সমাধান

স্ত্রী যখন বয়সে বড় হয় তখন স্বামীদের জন্য সামাজিক ভাবেই তৈরি হয় নানান সমস্যা। শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *